মহান একুশের ভাষা-শহীদদের শ্রদ্ধা জানাতে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলেন দেব ও প্রসেনজিৎ। ফুল হাতে খালি পায়ে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তারা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে ১৯ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন জনপ্রিয় এ দুই তারকা। ঢাকায় পৌঁছেই দেব ফেসবুকে লিখেছেন, 'বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গেই উষ্ণ অভ্যর্থনা পেলাম। এই একতা, ভালোবাসা আর আতিথেয়তা ভোলার নয়। কৃতজ্ঞতায় আমার মাথা নিচু করছি।'