এইতো কয়েকদিন আগেই শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছবির কাজ যাতে পিছিয়ে না যায়, সে জন্য কিছুটা সেরে উঠেই আবার শুটিংও শুরু করেছেন। বিপদ যেন পিছুই ছাড়ছেন না অনীল তনয়ার। তবে এবার নাচতে গিয়ে আহত হলেন সোনম। রক্তও ঝরেছে তার।
জানা গেছে, ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে একটি গানের সঙ্গে পুতুল নাচ নাচতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান সোনম। তার গোড়ালি কেটে রক্ত ঝরতে থাকে। বলিউড হাঙ্গামা ও হিন্দুস্তান টাইমস এক খবরে জানিয়েছে, ‘প্রেম রতন ধন পাও’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সোনম। ছবিটির শুটিং করতে গিয়ে ভালোই ঝক্কি পোহাতে হচ্ছে তাকে।
সোনমের ঘনিষ্ট এক মুখপাত্র জানিয়েছে, ভারতের কারজাতে ‘প্রেম রতন ধন পাও’ ছবির একটি গানের সঙ্গে নাচতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন সোনম।
ওই মুখপাত্র জানান, ছবিতে একটি গানের সঙ্গে পুতুল নাচ নাচতে গিয়ে আহত হন সোনম। নাচের দৃশ্যে শুটিং করার সময় তাকে মাটি থেকে বেশ খানিকটা ওপরে উঠতে হয়েছিল। ওপর থেকে মাটিতে নেমে আসার সময় তার পায়ে আঘাত লাগে। তার গোড়ালি কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে। সোনম সুস্থ হয়ে ফিরলে আবারও শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক স্বরাজ বারজাত্যা।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ