'প্রেম রতন ধন পাও' ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন সোনম কাপুর। ছবিটির শুটিং করতে গিয়ে ভালোই ঝক্কি পোহাতে হচ্ছে তাকে। দিন কয়েক আগে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিছুটা সেরে উঠেই আবার শুটিং শুরু করেন তিনি। কিন্তু একটি গানের সঙ্গে পুতুল নাচের দৃশ্যে নাচতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান তিনি। তার গোড়ালি কেটে রক্ত ঝরতে থাকে। পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।
নাচের দৃশ্যে শুটিং করার সময় মাটি থেকে বেশ খানিকটা উপরে উঠতে হয়েছিল তাকে। উপর থেকে মাটিতে নেমে আসার সময় পায়ে আঘাত লাগে। তার গোড়ালি কেটে গিয়ে রক্ত ঝরতে থাকে।