'কুইন' থেকে বোহেমিয়ান। কঙ্গনা রানাওয়াতের হাল এখন এ রকমই। নতুন ছবি 'কাট্টি বাত্তি'র জন্য তিনি ভবঘুরে শিল্পী। ঘুরে ঘুরে ছবি অাঁকেন। সম্প্রতি কঙ্গনার সেই নতুন রূপ দেখল বলিউড। রংবেরঙের পোশাক। এলোমেলো চুল। হাতভর্তি চুড়ি। ভবঘুরে বলতে যা বোঝায় একদম তাই। খোলা ক্যানভাস এদিক-ওদিক, আর চারদিকে রঙের মেলা। এ রকম লুকেই দেখা গেল কঙ্গনাকে। এ ছবিতে তার নাম পায়েল। পায়েল আর্ট কলেজের ছাত্রী। যেমন অাঁকতে ভালোবাসেন তেমন খ্যাপাও। পায়েলের প্রেমে পড়ে যাবেন ম্যাডি শর্মা। ছবিতে ম্যাডি শর্মা হিসেবে দেখা যাবে ইমরান খানকে। দুজনের প্রেম এবং সেই নিয়ে দুই বাড়ির সংঘাত নিয়েই এগোবে ছবির গল্প। বরাবরই হটকে চরিত্র করতে ভালোবাসেন কঙ্গনা। মাঝে স্টিরিওটাইপের চক্করে পড়ে গেলেও 'কুইন' ছবিতে বাজিমাত করেছেন তিনি। নতুন ছবিতে তাই তার কাছ থেকে প্রত্যাশা অনেক। নতুন লুকে তিনি প্রত্যাশা পূরণ করবেন বলেই আশা করছেন ছবির পরিচালক নিখিল আদভানি। তিনি ছবিটি নিয়ে দারুণ আশাবাদী।