অানুশকা শর্মা নাকি নিরামিষ ছেড়ে দিচ্ছেন। কথাটা শুনে সবজান্তার মতো মাথা নেড়ে ভাবছেন নির্ঘাৎ বিরাট কোহলির জন্যই এ সিদ্ধান্ত। এমনটা ভেবে থাকলে সত্যিই আপনাকে হতাশ হতে হচ্ছে। কারণ আনুশকা নিরামিষী হচ্ছে তার পোষা কুকুর ডুডের জন্য।
বলিউড অভিনেত্রী আনুশকার ফিগার দেখলে তার খাদ্যাভ্যাস সম্পর্কে চট করে ধারণা করা যায় না। আসলে তিনি খেতে ভালোবাসেন। বিশেষ করে আমিষজাতীয় খাবার আনুশকার বেশি পছন্দের। কিন্তু প্রিয় কুকুর ডুড নাকি আমিষ খাবারের গন্ধ পছন্দ করে না। তাই আদরের ডুডের জন্য খাদ্যতালিকা থেকে আমিষ খাবার বাদ দিতে যাচ্ছেন আনুশকা শর্মা।
অথচ জানা তথ্যমতে কখনও ডায়েট নিয়ে কড়া অনুশাসনের মধ্যে থাকতে পছন্দ করেন না তিনি। পরোটা, বাটার চিকেন ইত্যাদি যে খাবারটা খেতে ইচ্ছে করে, সেটাই খেয়ে নেন তিনি। প্রিয় পোষা প্রাণীর জন্য মনে হচ্ছে আনুশকাকে নিরামিষী হয়েই দিন কাটাতে হবে!
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা