বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনকে সমন পাঠিয়েছে আমেরিকার লস এঞ্জেলসের ফেডারেল কোর্ট। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ১৯৮৪ সালের শিখ দাঙ্গায় প্ররোচনা দিয়েছেন। 'খুন কা বদলা খুন' (ব্লাড ফর ব্লাড) স্লোগান তুলে শিখদের দাঙ্গা বাধানোর জন্য প্ররোচনা দিয়েছিলেন। এমনই অভিযোগ নিউইয়র্কের শিখ ফর জাস্টিস (এসএফজে)-এর।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিগ বি।
কোর্ট সোমবার এসএফজের অভিযোগপত্র ও সমনের একটা কপি হলিউডে অমিতাভের ম্যানেজার ডেভিড এ উঙ্গারকে পাঠায়। ফেডারেল কোর্টের নিয়মানুযায়ী, সমন পাঠানোর ২১ দিনের মধ্যে অভিযুক্তকে সমনের জবাব দিতে হবে।
এসএফজের আইনি পরামর্শদাতা গুরপতবন্ত সিংহ পন্নুন জানান, যদি অভিযুক্ত আগামী ১৭ মার্চের মধ্যে উত্তর দিতে না পারেন, তাহলে তারা ক্ষতিপূরণের দাবি জানিয়ে আদালতে যাবেন।
উল্লেখ্য, শিখদের এই সংগঠন ওই দাঙ্গার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও সফল হতে পারেনি।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ