নিশিকান্ত কামাথ পরিচালিত ২০১১ সালের মুভি ‘ফোর্স’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। মুভিটিতে জন আব্রাহামকে পেশিবহুল মারপিটে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল। 'ফোর্স-২' নামে মুভিটির সিক্যুয়ালও নির্মিত হতে যাচ্ছে। এতেও আব্রাহামকে দেখতে পাবে দর্শক। তবে অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা এবার ফোর্স'র সিক্যুয়ালে থাকছেন না। তবে আব্রাহামের বিপরীতে কে থাকছেন তা এখনো ঠিক করা হয়নি। খবর ইন্ডিয়া টুডে'র
চলতি বছরের সেপ্টেম্বরের দিকে 'ফোর্স-'র শুটিং শুরুর কথা রয়েছে। আর ২০১৬ সালের শুরুৃর দিকে মুভিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, তামিল সিনেমা ‘কাখা কাখা’র রিমেক ছিল ‘ফোর্স’। তবে ‘ফোর্স ২’ সম্পূর্ণ নিজস্ব গল্পের উপর ভিত্তি করে নির্মিত হবে। এটি নির্মাণ করবেন বিপুল আমরাতলাল শাহ।
বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ