আবারও চমক দেখালেন অভিনেতা আনিসুর রহমান মিলন। গতকাল মুক্তি পেল মিলন অভিনীত 'ভালোবাসা সীমাহীন' ছবিটি। মুক্তির প্রথম দিনেই বিপুলসংখ্যক দর্শক আগ্রহ নিয়ে ছবিটি দেখেছে এবং এতে মিলনের অভিনয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছে। মধুমিতা থেকে ম্যাটনি শো দেখে বের হওয়া রফিক বলেন, ছবির গল্প এবং নির্মাণ চমৎকার। অভিনয় শিল্পীদের মধ্যে পরীমণি, জায়েদ খান ও মিলনের অভিনয় ভালো লেগেছে। বিশেষ করে মিলনের অভিনয় মনে দাগ কাটার মতো। এর আগে এই অভিনেতার 'দেহরক্ষী' থেকে 'অনেক সাধের ময়না' পর্যন্ত প্রতিটি ছবিই দেখেছি। তার অভিনয় স্টাইলের ভিন্নতা আমাকে মুগ্ধ করে। এই ছবিতেও এর ব্যতিক্রম হয়নি। পুলিশ কর্মকর্তা, প্রেমিক এবং স্বামী হিসেবে এতে অসাধারণ কাজ দেখিয়েছেন তিনি। এই ছবির মূল আকর্ষণই মিলন। প্রায় প্রতিটি সিনেমা হলের দর্শকের একই মন্তব্য। ছবিটি নির্মাণ করেছেন প্রখ্যাত নির্মাতা এফ আই মানিকের প্রধান সহকারী শাহ আলম মণ্ডল। প্রথম নির্মাণেই মুনশিয়ানা দেখিয়েছেন তিনি।
এদিকে আনিসুর রহমান মিলন একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবির শিরোনাম 'সম্পূর্ণ রঙিন'। এটি পরিচালনা করবেন নকল ছবির নির্মাতা-খ্যাত দেবাশীষ বিশ্বাস। এতে একজন সিনেমার টিকিট কালোবাজারির চরিত্রে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম।