হোটেল ভাঙচুর করার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় ভারতের বারাসত আদালতে হাজিরা দিলেন অভিনত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
মামলায় গত ৮ জানুযায়ি স্বস্তিকার বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। সেই মামলাতেই গতকাল শুক্রবার আদালতে হাজির হন স্বস্তিকা।
জানা যায়, গত বছরের ২৪ মে নিউটাউনের একটি হোটেলে নাট্যকার সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে ভাঙচুর করেন স্বস্তিকা। যদিও প্রথমে জানা গিয়েছিল, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে পরে এ কথা নাকচ করেন স্বস্তিকা নিজেই। সেই সময় ডান হাতের কব্জিতে চোট নিয়ে বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ওই ঘটনায় নাট্যকার সুমন মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল নিউটাউন খানার পুলিশ।
বিডি-প্রতিদিন/২৮, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব