ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বায়োপিকে অভিনয় করতে চান বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। সম্প্রতি অভিনয়ের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
৬ মার্চ মুক্তি পেয়েছে মল্লিকা অভিনীত 'ডার্টি পলিটিক্স' মুভিটি। এতে অভিনয় করার পর এবার প্রয়াত ইন্দিরা গান্ধীর বায়োপিকে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন মল্লিকা। এ সম্পর্কে মল্লিকা বলেন, 'বায়োপিক খুবই চ্যালেঞ্জিং। আমি এ ব্যাপারে খুব একটা চিন্তাভাবনা করিনি। কিন্তু সুযোগ পেলে আমি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবো।'
তিনি আরো বলেন, 'আমি বায়োপিক 'ভাগ মিলখা ভাগ' খুব উপভোগ করেছি। আর মুভিটি আমাকে প্রভাবিতও করেছে।'
উল্লেখ্য, কেসি বোকাডিয়ার পরিচালনায় 'ডার্টি পলিটিক্স' মুভিতে মল্লিকা ছাড়াও অভিনয় করেছেন ওম পুরী, নাসিরউদ্দিন শাহ, অনুপম খের, জ্যাকি শ্রুফ, আশুতোষ রানা ও রাজপাল যাদব।
বিডি-প্রতিদিন/ ৮ মার্চ ২০১৫/শরীফ