শনিবার সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পুষ্পকুঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো সংগীতানুষ্ঠান। 'বাংলাদেশ প্রতিদিন-রয়েল টাইগার বিশ্বকাপ ফুটবল কুইজ'র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিল্পীরা কণ্ঠের জাদুতে মুগ্ধ করেন আগত অতিথিদের। নবীন-প্রবীণ শিল্পীদের মিলনমেলায় মুখরিত ছিল সে দিনের রাত। তারারমেলায় মুগ্ধ সবাই। অনুষ্ঠান শুরু হয় শুভ্রদেবের গান দিয়ে। তিনি একে একে গেয়ে শোনান তিনটি গান। এরপরই মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী অাঁখি আলমগীর। তার গানে উপস্থিত শ্রোতারা মেতে ওঠে উন্মাদনায়। অন্যদিকে এ প্রজন্মের শিল্পীদের সংগীত শ্রোতাদের করে মাতোয়ারা। আরফিন রুমি, ইমরান, পড়শী, কিশোর এবং কর্ণিয়ার গান মুগ্ধ হয়ে শোনেন সবাই।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনপ্রিয় উপস্থাপক আরজে নীরব। অনুষ্ঠানটি উপভোগ করতে আসেন বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা তারকা মৌটুসী বিশ্বাস এবং নওমী। আলোকচিত্রে পুরো অনুষ্ঠানটি পাঠকদের জন্য তুলে ধরা হলো। ছবি তুলেছেন মারুফ।