স্বল্প বসনায় বলিউড সুন্দরী কারিনা কাপুর অনেককেই পেছনে ফেলেছেন। সম্প্রতি তিনি ব্যস্ত সময় পার করছেন তার পরবর্তী ছবি 'কি অ্যান্ড কা' সিনেমার শুটিং নিয়ে। রোমান্টিক ঘরানার এ ছবিটিতে কারিনাকে দেখা যাবে আগাগোড়াই ওয়েস্টার্ন পোশাকে। আর ওয়েস্টার্ন মানেই তো কাপড়ের অপচয় রোধ, অর্থাৎ ছোট পোশাক! তবে বিষয়টি নিয়ে একেবারেই হতাশ হবার কিছু নেই বলিউড প্রেমীদের। কারণ এ ছবির একটি গানে কারিনা নাচবেন লেহেঙ্গা পরে। আর সে লেহেঙ্গাটির ওজন ৩২ কেজি।
ইন্ডিয়ান এক্সপেসের এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক আর বাল্কির আসন্ন 'কি এন্ড কা' সিনেমায় একজন ব্যবসায়ী নারী হিসেবে দেখা যাবে এই তারকাকে। এ সিনেমার একটি গানে তিনি পরেছেন ৩২ কেজি ওজনের এক লেহেঙ্গা।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সিনেমাটিতে স্মার্ট ক্যাজুয়ালস, স্যুট এবং পশ্চিমা পোশাকেই শ্যুটিং করেছেন পতৌদি খানদানের বেগম। কিন্তু ভক্তদের পুরোটাই আশাহত না করে এই সিনেমার একটি গানের জন্যে কারিনা পরলেন ভারতীয় পোশাক।
কারিনার জন্য ৩২ কেজি ওজনের লেহেঙ্গাটির ডিজাইনার হলেন মনীশ মালহোত্রা। এ তারকা অভিনেত্রীর প্রিয় ফ্যাশন ডিজাইনারের তৈরি করা এই লেহেঙ্গাটিতে ভারী জারদৌসির কাজ আছে। এছাড়া একাধিক স্তরে নেটও আছে এটিতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গত দুইদিন ধরে ৩২ কেজির ওই লেহেঙ্গা পরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে শ্যুটিংও করেছেন বেবো। সিনেমাটিতে প্রথমবারের মতো কারিনার বিপরীতে অভিনয় করছেন অর্জুন কাপুর।
গানটির কোরিওগ্রাফার মনিশ বাসকো জানিয়েছেন, লেহেঙ্গাটির ওজন ৩২ কেজি। মালহোত্রার ডিজাইন করা এই লেহেঙ্গাটি নিয়ে কারিনা জানান, 'পোশাকটি দেখতে বেশ চমকপ্রদ হলেও ওজনের কারণে ঠিকভাবে সামলে চলাটা ছিলো বেশ কঠিন।'
রাজ বালকির পরিচালনায় 'কি এন্ড কা' ছবিটি ২০১৬ নাগাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ