খবরটা শুনলে মাধুরী দীক্ষিতের বুক নিঃসন্দেহে 'ধক ধক' করে উঠবে! এত দিন ধরে যা ছিল তাঁর সিগনেচার ডান্স, সেটাই যে এ বার ছিনিয়ে নিলেন সানি লিওন!
অবশ্য সানি লিওন তো বরাবরই বলে এসেছেন, তাঁর সবচেয়ে প্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত! অতএব, টি-সিরিজের এক অনুষ্ঠানে তাঁকে যখন মঞ্চে ডেকে নিলেন সোনু নিগম এবং অনুরোধ করলেন একটা গানের সঙ্গে নাচতে, তখন যে মাধুরীর স্টেপই বেছে নেবেন সানি, তাতে আর আশ্চর্য কী!
এবং সানি নিলেনও তাই! তিনি টি-সিরিজ প্রযোজিত 'বেটা' ছবির 'ধক ধক করনে লাগা' গানটার সঙ্গে নাচতে চাইলেন!
অসুবিধে ছিল কেবল একটাই। সানির দরকার ছিল মাধুরীর মতোই একটা দুপাট্টা! সেটাও যখন জোগাড় করে দিলেন সোনু, তখন আর সানির খুশি দেখে কে!
আর অনুষ্ঠানে উপস্থিত অন্যরা সানির মধ্যে খুঁজে পেলেন নতুন এক মাধুরীকে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৫/ এস আহমেদ