দিওয়ালির আগে একের পর এক ধামাকা দিচ্ছেন বিশাল পাণ্ডে। তাঁর নতুন সিনেমা 'হেট স্টোরি থ্রি'র প্রথম গান ও ট্রেলর লঞ্চ করে ইতিমধ্যেই নজর কেড়েছেন সবার। গত বুধবার ইউটিউবে দ্বিতীয় গান প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে পারদ চড়ছে শিখরে। এককথায় সেনসেশনাল!
হেট স্টোরি থ্রি-র ট্রেলর ও দুটি গান প্রকাশ হওয়ার পর সিনে বিশেষজ্ঞরা বলতে শুরু করে দিয়েছেন প্রথম ঘৃণা, দ্বিতীয় ঘৃণার গল্প থেকে আরও বেশি ঘৃণ্য, আরও বেশি স্মার্ট হতে চলেছে হেট স্টোরি থ্রি। এই গান দেখে অবশ্যই আপনারা বলবেন ঠু হট ঠু কুল... না না.. ঠু বোল্ড। মানে ওনারা সাহসী আর আপনি আউট!
গানের ভিডিও:
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৫