শুরু থেকেই সানি লিওনের পেছনে লেগে আছেন রাখি সাওয়ান্ত। কারণ আইটেম গানে খোলামেলা অভিনয়ে রাখির অন্যতম প্রতিদ্বন্দ্বী সানি। এবার দু'জনকে টেক্কা দিতে কোমর বেঁধে মাঠে নামলেন লেসি বাংহার্ড। এরইমধ্যে তার নজিরও তিনি রেখেছেন 'গুড্ডু কি গান' সিনেমায়।
সম্প্রতি গুড্ডু কি গান সিনেমার ট্রেইলার দেখে অনেকেই হাঁ হয়ে গেছেন। ট্রেইলার দেখে অনেকের মন্তব্য, বলিউড সত্যিই সাবালক হয়ে গেছে। এতটা সাহসী বিষয় নিয়ে সিনেমা খুব একটা দেখা যায় না। অবশ্য এই সিনেমার আইটেম গানটিও যে সাহসী হবে হবে তা অনেকেই ধারণা করেছিল। তবে সেটা যে এতটা তা হয়ত ভাবেননি কেউ। সদ্য মুক্তি পাওয়া গুড্ডু কি গান সিনেমার আইটেম গান 'ডিং ডং'। আইটেম ড্যান্সার লেসি বাংহার্ড গানটিতে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন।
পুরো গানজুড়ে বেশ খোলামেলা নাচ। যা দেখে অবাক হতে হয়েছে অনেককেই। বলিউডে পা দিয়েই এতটা সাহস দেখানো লেসি বাংহার্ড সামনে কি করবেন সেটা নিয়েই ভাবছেন এখন সবাই। শেষে তিনিও কি রাখির নিশানায় পরিণত হন কিনা তাও ভাবনার বাইরে নয়। তবে ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ পেজ থ্রির এই মডেলের শরীরী বিভঙ্গের নাচ যে সানি লিওনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য।
গানের ভিডিও:
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/ এস আহমেদ