শাহরুখ খান-কাজল জুটি বন্ধুত্ব হোক বা প্রেম, রোমান্স হোক বা বিচ্ছেদ সবই বলিউডকে যেন হাতে ধরে শিখিয়েছেন। বহু ব্লকবাস্টার ছবিতে সে নজিরও রেখেছেন। অনেকেই বলছেন, শাহরুখ-কাজলের পর রণবীর কাপুর-দীপিকা পাড়ুকোন হতে পারেন ওই জুটির যোগ্য উত্তরসূরী।
এ কথার উত্তরে কাজল বলেন, ‘‘আমার মনে হয়, কেউ কারও মতো হতে পারে না৷ আমি দীপিকার মতো হতে পারব না। দীপিকাও আমার মতো না। বলা ভাল, ওরা আমাদের মতো হতে পারবে না, আমরাও ওদের মতো নয়।’’
কাজল দ্বিমত পোষণ করলেও অনেকেই এখন বাজি ধরছেন রণবীর-দীপিকার ওপর। খুব শিগগিরই মুক্তি পাবে ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’। এ ছবিতে নতুন করে ধরা দিয়েছেন রণবীর-দীপিকা। সব মিলিয়ে আলোচনায় উঠে আসছে তাদের নাম। তবে বলিউডের অন্য অংশের মতামত হলো, সিনেমার ঘরানা অনেকটাই বদলে গেছে। গল্প ভালো হলে জুটি গুরুত্বপূর্ণ নয় মোটেও। তাই এ ভাবে তুলনা টানা হয়তো সম্ভব নয়।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৫/ রশিদা