সালমান খানের বিপরীতে অভিনয় করে বলিউডে সাফল্য পেয়েছেন। এরপর দু'জনে চুটিয়ে প্রেম করেছেন। কিন্তু বলিউড সুপারস্টারকে নিয়ে কোনো দিনই খুব একটা কিছু বলতে শোনা যায়নি ক্যাটরিনা কাইফকে। সম্পর্ক থাকার সময়ে তো নয়ই, সম্পর্ক ভাঙার পরেও নয়! তবে, দেরিতে হলেও মনের কথা মুখে এলো ক্যাটরিনার! তার সঙ্গেই জানালেন কেন তিনি এতদিন সালমানকে নিয়ে মিডিয়াতে কথা বলতেন না!
আসলে না কি বর্তমান প্রেমিক অভিনেতা রণবীর কাপুরের কথা ভেবেই সালমান খানকে নিয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পান না ক্যাটরিনা! তেমনটাই অন্তত দাবি করছেন তিনি! বলছেন, “সালমানকে নিয়ে মিডিয়ায় কথা বললে আমার এখনকার সম্পর্কটাকে অসম্মান করা হবে!”
সাবেক প্রেমিকের সম্পর্কে এতদিন পরে এতটা কড়া কথা বলে বোধ হয় ভাল লাগেনি নায়িকার নিজেও! তাই সঙ্গে সঙ্গেই সুর নরম করেছেন তিনি! আর বলেছেন, “সালমান আর ওঁর পরিবার আমার জন্য যা করেছে, তা আমি কোনো দিন ভুলতে পারব না! সবাই জানে, সালমান কতটা বড় মনের মানুষ! ওঁর ঋণ আমার জীবনে থেকেই যাবে!”
সালমানকে নিয়ে মন খুলে কথা বলার পাশাপাশি ক্যাটরিনা অকুণ্ঠে স্বীকার করেছেন আরও একটা কথা! বলেছেন, “স্বীকার করছি আমার আর রণবীরের মধ্যে একটা ভালবাসার সম্পর্ক আছে! তবে সেটা এখনও বিয়ের সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট পর্যায়ে নয়! ধৈর্য ধরুণ, সময় হলে বিয়ের কথাটা আমরা ঠিক জানাবো!”
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৫/মাহবুব