সালমান খান ও সোনম কাপুর অভিনীত 'প্রেম রতন ধন পায়ো' মুভিটি মুক্তির দুই দিনে মোট আয় করেছে ৬৮ কোটি রুপি। দিওয়ালী উপলক্ষ্যে ১২ নভেম্বর মুক্তি পায় এটি। প্রথম দিনে এটির আয় ছিল ৪১ কোটি রুপির বেশি। অার দ্বিতীয় দিনে আয় করে নেট ২৮ কোটি রুপি।
'প্রেম রতন ধন পায়ো' মুক্তির প্রথম দিনেই বলিউডের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি আয়ের নতুন রেকর্ড গড়েছে। প্রথম দিনে শুধু হিন্দি ভার্সনেই মুভিটি নেট আয় করে ৩৯-৪০ কোটি রুপি। তবে টেলেগু ও তামিল ভার্সনে এটি তেমন আয় করতে পারেনি। মুভিটি এ দুটি ভার্সনে প্রথম দিনে আয় করে এক থেকে দেড় কোটি রুপি। সেইসঙ্গে এটি গত বছর দিওয়ালীতে মুক্তি পাওয়া শাহরুখ খানের 'হ্যাপি নিউ ইয়ার' মুভির প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে। এছাড়া এটি সালমানের আগের মুভি 'বাজরঙ্গী ভাইজান'র প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে এটি। ওই মুভিটির প্রথম দিনের আয় ছিল ৩৮ কোটি রুপি। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ