দৌড়ে হাঁপাতে হাঁপাতে ট্রেনে উঠে সবে বসলেন, ঘাড় ঘুরিয়ে দেখলেন আপনার পাশে বসে আছেন বিগ বি। এমনটি যদি আপনার সঙ্গে হয়, অবাক হওয়ার কিছু নেই। কারণ সম্প্রতিই অমিতাভকে দেখা গেছে মুম্বাইয়ের এক লোকাল ট্রেনে।
সম্প্রতি শুরু হয়েছে অমিতাভের নতুন টিভি শো 'আজ কি রাত হে জিন্দেগি'। যেখানে কিছুদিন আগেই এসেছিল সৌরভ নামে এক যুবকে। তাঁর আমন্ত্রণেই লোকাল ট্রেনে চড়ে বসেন বিগ বি। ট্রেনে বলিউড শাহেনশাকে দেখে তো রীতিমতো চোখ কপালে যাত্রীদের। পড়ে গেল হুড়োহুড়ি। কেউ এসে ব্যাগ হাতড়ে কাগজ বের করে চাইলেন অটোগ্রাফ। কেউ তুলতে আসলেন সেলফি। এরপর যাত্রীদের গান গেয়েও শোনালেন অমিতাভ।
কিন্তু হঠাৎ বিগ বি লোকাল ট্রেনে কেন? প্রথমে যাত্রীরা মনে করেছিলেন কোন সিনেমার শুটিং বোধহয়। কিছুক্ষণ বাদেই ঘোর ভাঙে সবার। আসলে সৌরভ নামের যুবকটি ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য চাঁদা তুলতেই ট্রেনে গিটার হাতে গান শোনালেন শাহেনশা।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ