প্যারিস হামলার জেরে অনেক শিল্পী বাতিল করেছেন শো। তবে সবার দেখানো পথে হাঁটলেন না ম্যাডোনা। প্যারিস হামলার পর দিনই সুইডেন শহরের স্টকহোমে কনসার্ট করলেন ম্যাডোনা। আর এই মঞ্চই ভাসল ম্যাডোনার চোখের জলে। প্যারিসে সন্ত্রাস হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হাজার হাজার দর্শকের সামনে কেঁদে ফেললেন পপস্টার।
এদিন অনুষ্ঠানের শুরুতেই প্রথমে শ্রোতাদের নিয়ে নীরবতা পালন ও পরে জাতীয় সঙ্গীত করেন ম্যাডোনা। দৃঢ় কন্ঠে তিনি বলেন, “হিংসা, বিদ্বেষ থাকলেও এই পৃথিবী এখনও ভালবাসার চাদরে মোড়া। তাই একমাত্র ভালবাসা দিয়েই বিশ্বকে বদলানো সম্ভব। আশাবাদী একদিন এমন দিন আসবেই”।
এই আশা থেকেই এদিন কনসার্ট বাতিল করেননি পপস্টার। ম্যাডোনার কথায়, “ আমি প্রথমে ভেবে ছিলাম বাতিল করে দেব অনুষ্ঠান। কিন্তু পরে ভাবলাম, কেন? ওর তো এটাই চাইছে। আমাদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে। কেন ওদের জিততে দেব? আমাদের স্বাধীনতায় ওদের হস্তক্ষেপ কেন করতে দেব? তাই শেষমেশ এই কনসার্ট করার সিদ্ধান্ত আমি নিই”।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন