ভারতের সীমানা ছাড়িয়ে সামনে পথ হেঁটেছেন তিনি সেও অনেকদিন হয়ে গেল। এবার তিনি পা রাখছেন মহাকাশে। অবশ্য এই অভিযান পূর্ণ হবে সেলুলয়েডে! সব ঠিক থাকলে ছায়াছবির রূপালি পর্দায় কল্পনা চাওলা সেজে ছায়াপথে পাড়ি দেবেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
জংলি বিল্লিকে নিয়ে এখন ব্যাপক আলোচনা বলিউড পাড়ায়। কেউ বলছেন, এবার থেকে কি বেছে বেছে জীবনীমূলক ছবিতে অভিনয় করতেই বেশি পছন্দ করছেন তিনি? শুরুটা হয়েছিল ‘মেরি কম’ দিয়ে। তারপর তাকে দেখা যাবে প্রথম পেশোয়ার স্ত্রী কাশী বাঈয়ের ভূমিকায়। এরপরেই সেলুলয়েডে প্রিয়াঙ্কা করছেন বিখ্যাত সাহিত্যিক অমৃতা প্রীতমের চরিত্র। আর এবার কল্পনা চাওলা!
এদিকে, প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ মোশন পিকচার্স জানিয়েছে, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কল্পনা চাওলার মিল খুঁজে পেয়েই না কি নায়িকাকে চরিত্রটা করার প্রস্তাব দিয়েছে তারা। সংস্থাটির বক্তব্য, “কল্পনা আর প্রিয়াঙ্কার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। তারা দু’জনেই ছোট শহরের মেয়ে। সেখান থেকে সাফল্যের চূড়ায় পৌঁছতে গেলে কতোটা লড়াই করতে হয়, তা কল্পনা যেমন জানতেন, তেমনই জানেন প্রিয়াঙ্কাও! সেই জন্যই প্রিয়াঙ্কা ছাড়া অন্য কোনো অভিনেত্রীর কথা আমাদের মাথায় আসছে না!”
অন্যদিকে, প্রিয়াঙ্কা বর্তমানে হলিউড নিয়ে ব্যস্ত। ‘কোয়ান্টিকো’ ধারাবাহিকে ইতোমধ্যে আলোচিত হয়েছেন তিনি। ব্যস্ততার কারণে ‘বাজিরাও মস্তানি’র প্রচারেও সময় দিতে পারছেন না।
বিডি-প্রতিদিন/ ২১ নভেম্বর, ২০১৫/ রশিদা