হলিউড নয়! বরং পাকিস্তানে গিয়ে, সেখানকার ছবিতে কাজ করতে বেশি আগ্রহী রণবীর কাপুর! শুনতে একটু অবাক লাগলেও কথাটা সত্যি! সম্প্রতি ‘তামাশা’ ছবির প্রচার করতে গিয়ে এই কথা নিজের মুখেই বলেছেন রণবীর। অবশ্য, পাকিস্তানি ছবিতে অভিনয়ের ব্যাপারে একটা শর্তও জুড়ে দিয়েছেন তিনি। ছবির চিত্রনাট্য আর চরিত্র পছন্দ হলে তবেই তিনি অভিনয় করবেন পাকিস্তানি ছবিতে।
রণবীরের এই কথা শোনার পর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে বলিউডে। বলিউড ছেড়ে অন্য দেশের ছবিতে অভিনয় করতে চাইলে সাধারণত নায়ক-নায়িকারা বেছে নেন হলিউডকেই! হলিউডে ভারতীয় অভিনেতার তালিকাটাও বেশ বড়। অনিল কাপুর, অমিতাভ বচ্চন, ইরফান খান, নাসিরুদ্দিন শাহ— প্রত্যেকেই অভিনয় করে এসেছেন হলিউডে। যে নায়িকাদের সঙ্গে কাজ করেছেন রণবীর, তার মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চনও হলিউডের ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়াও হলিউড মাতাচ্ছেন তাঁর ‘কোয়ান্টিকো’ ধারাবাহিক দিয়ে। রণবীর তাহলে সে পথে না হেঁটে পাকিস্তানকে বেছে নিলেন কেন?
এর অবশ্য একটা উত্তর দিয়েছেন রণবীর। “আমার পরিবারের সকলেই চলচ্চিত্রের উন্নতির জন্য কাজ করে এসেছে। এখনও সেই কাজ চলছে। আমি মেনে নিচ্ছি যে, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের চেয়ে ছোট। কিন্তু, কোন দেশের ছবি উন্নত হয় সেখানকার কলাকুশলীদের কাজের উপর নির্ভর করে! অতএব, অসুবিধে কোথায়?” পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন রণবীর!
পাশাপাশি, রণবীর আরও জানিয়েছেন যে, পাকিস্তানের ছবিতে অভিনয় করা হোক বা না হোক, দেশটা ঘুরে দেখারও ইচ্ছে আছে তাঁর! সেই ইচ্ছে পূর্ণ হতে পারে অনায়াসেই। শোনা যাচ্ছে, ‘তামাশা’ ছবি দেখানো হতে পারে করাচিতে! সব ঠিক থাকলে করাচিতে ছবির প্রথম শো-তে দীপিকা পাড়ুকোনের সঙ্গে হাজির থাকবেন রণবীরও।
বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৫/মাহবুব