হলিউডের জনপ্রিয় ও আলোচিত রিয়েলিটি তারকা কিম কার্দেশিয়ান তার দ্বিতীয় সন্তান জন্ম দিবেন আর কয়েকদিন পরই। তিনি এখন ৩৭ সপ্তাহের গর্ভবতী। অথচ এই সময়ই ফ্লু ও সাইনাস সংক্রমণে ভুগছেন তিনি। ফলে তাকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এক টুইট বার্তায় কার্দেশিয়ান নিজেই একথা জানিয়েছেন। খবর পিটিঅাই'র
বিডি-প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৫/শরীফ