ভারতীয় নারীদের কাছে কাঙ্খিত পুরুষের তালিকায় হৃতিক রোশনই ছিলেন সেরা। এশিয়ার 'সেক্সিয়েস্ট ম্যান'দের তালিকায় শীর্ষস্থান পেয়েছিলেন ২০১৪-তে। ২০১৫ তে একধাপ নামলেন।
তবে এবার তাকে টপকে যিনি এক নম্বর হলেন, তিনি জায়ন মালিক। পেশায় গায়ক বর্তমানে মার্কিন অধিবাসী। মিউজিক গ্রুপ ওয়ান ডিরেকশনে রয়েছেন ২০১০ থেকেই। তিনিই হলেন এশিয়ার 'সেক্সিয়েস্ট' পুরুষ। ২২ বছরের এই পাকিস্তানি তারকা বিগত বছরে ছিলেন ৯ নম্বরে। এক বছরেই একে বারে এক নম্বর। অবাক করার মত হলেও এটাই সত্যি। ভোটের পরিসংখ্যানে এই যুবক শুধু হৃতিকই নন, পিছনে ফেলেছেন সালমান খান, শাহরুখ খান, শাহিদ কাপুরদের।
৫০ জনের তালিকায়, প্রথম দশে রয়েছেন ৪ জন ভারতীয়। ৬ নম্বরে সালমান খান, সপ্তম স্থানাধিকারী শাহিদ কাপুর, অষ্টম স্থানে দিলওয়ালে কিং খান, নম্বর নয়ে গুরমিত চৌধুরী।
উল্লেখ্য এই ৫০-এর তালিকায় শাহরুখ সবথেকে 'প্রাচীন' প্রতিনিধি। আর এটা বলতেই হচ্ছে, তালিকার ৫০-এ একমাত্র ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে রয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন