সিনেমার স্বার্থে এ পর্যন্ত ঢের ঢের নায়িকা পোশাকে সাহসিকতা দেখিয়েছেন। সাহসিকতা বলতে স্বল্পবসনা বা বিবসনা হয়েছেন। অভিনয় করেছেন যৌন দৃশ্যে। এবার সেই পথে পা রাখছেন টালিগঞ্জের বাদশা প্রসেনজিতের স্ত্রী অর্পিতা। সম্প্রতি তিনি টপলেস হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এমন খবরই প্রকাশ করেছে।
জানা গেছে, বঙ্গতনয়া অর্পিতা বলিউডের শাব শিরোনামের একটি চলচ্চিত্রে টপলেস হয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন। সিনেমাটি পরিচালনা করছেন অনির। প্রসেনজিতের স্ত্রীর এমন সিদ্ধান্তে অনেকে হতবাক হলেও নায়কের এতে কোন আপত্তি নেই বলেই জানিয়েছেন অর্পিতা।
এ প্রসঙ্গে অর্পিতা বলেন, ''সিনেমার প্রয়োজনে নগ্ন হতে আপত্তি নেই। এই দৃশ্যে অভিনয় করতে কোনো রকম অস্বস্তি বোধ করব না। তা ছাড়া প্রসেনজিতেরও এ বিষয়ে কোনো আপত্তি নেই। সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনে যদি টপলেস হতে হয়, তা হলে আপত্তি থাকলে চলবে?''
অর্পিতার সঙ্গে এ চলচ্চিত্রে আরো অভিনয় করার কথা রয়েছে রাবিনা ট্যান্ডন ও আশিষ বিদ্যার্থীর।
এদিকে অর্পিতা অভিনীত ইনক্লাব, ফোর্স সিনেমাগুলো দর্শক মহলে বেশ সাড়া জাগায়। নতুন বছরের জানুয়ারিতে মুক্তি পাবে তার অভিনীত নতুন চলচ্চিত্র চতুরঙ্গ। এতেও ভিন্নরূপে পর্দায় দেখা যাবে এ অভিনেত্রীকে।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ