বিপিএলের ফাইনাল ম্যাচের আগে লাক্স তারকা আমব্রিনকে উপস্থাপনা থেকে বাদ দেয়া হয়েছিল। এ নিয়ে অনেক বির্তকও হয়েছে। বিপিএল বিতর্ককে পেছনে ফেলে সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজ শেষ করলেন তিনি। মডেল হয়েছেন ওয়াশিং পাউডারের।
এ প্রসঙ্গে আমব্রিন জানান, ফিনিস কোম্পানির ফিন ডিটারজেন্টের নতুন বিজ্ঞাপনে শুটিং শেষ করলাম। ঢাকার অদূরে গাজীপুরে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। তিনি আরও বলেন, গাজীপুরে খুব ঠাণ্ডা ছিল। পাতলা কাপড় পরে শুটিং করতে হয়েছিল। সবাই গরম কাপড় পরে পাশে আছে, আমিই শুধু ভেজা কাপড়ে নাড়াচাড়া করছিলাম। অনেক কষ্টে শটগুলো দিয়েছি। আশা করছি বিজ্ঞাপনটি ভালো লাগবে দর্শকদের।’
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আলম আসাদ মিন্টু। এর পোস্ট প্রেডাকশনের কাজ কলকাতায় চলছে। শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৫/ রশিদা