কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু বাংলাদেশে যে এই বাঙালি অভিনেত্রীর বাবার ভিটা তা হয়তো জানা নেই অনেকের। যদিও ঢাকাই চলচ্চিত্রে বাসু চ্যাটার্জির পরিচালনায় ‘হঠাৎ বৃষ্টি' ছবিতে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তার বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে বলে জানিয়েছে কলকাতার একটি দৈনিক।
তবে কোন অনুষ্ঠানে যোগ দান কিংবা চলচ্চিত্রের শুটিংয়ে নয়, তিনি বাংলাদেশে আসবেন নিজের বাবার ভিটা ঘুরে দেখার জন্য। ফেব্রুয়ারিতে নতুন চলচ্চিত্রের কাজে হাত দেবেন শ্রীলেখা। আপাতত ‘রবিঠাকুরের গল্প’ নামে একটি সিরিয়াল নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি করে যাচ্ছেন ‘মিরাক্কেল’-এর শ্যুটিং। এরই মধ্যে বাবাকে নিয়ে বাংলাদেশে পুরনো ভিটার টানে আসবেন শ্রীলেখা। তবে বাংলাদেশে কোথায় তার বাবার ভিটা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। আর এজন্য হয়ত তার বাংলাদেশি ভক্তদের অপেক্ষা করতে হবে তিনি আসার আগ পর্যন্ত।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৫/মাহবুব