বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মঙ্গলবার ৩০ বছরে পদার্পণ করেন। এদিন সকাল থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভাসেন বলিউডের ‘পিকু’। কিন্তু জন্মদিনে দীপিকাকে বোধহয় সেরা উপহার দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। আপাতত তিনিই নাকি দীপিকার ‘বয়ফ্রেন্ড’।
জানেন কী সেই উপহার? রণবীর এ দিন প্রকাশ্যে বলেছেন, ‘‘আমি এই আশা নিয়েই বেঁচে থাকতে চাই যে, দীপিকার সঙ্গে আমার সম্পর্কের একটা ভাল পরিণতি হবে। আমরা দু’জনে একসঙ্গে জীবন কাটাবো।’’
অর্থাৎ দীপিকাকে পরোক্ষে বিয়ের প্রস্তাবই দিয়ে রাখলেন রণবীর! তাঁর আক্ষেপ, যে সব ছবিতে দীপিকা তাঁর নায়িকা সেখানেই চিত্রনাট্যের দাবি মেনে তিনি শেষ পর্যন্ত নাকি মরে যান। রূপালি পর্দায় যাই হোক না কেন বাস্তব জীবনে এই অবস্থার পরিবর্তন চান নায়ক।
এ দিকে জ্যোতিষীরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, ২০১৬-তে রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে দীপিকার। তবে তা নাকি বিয়ে পর্যন্ত গড়াবে না!
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব