কয়েক দিন আগেই তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন দীপিকা পাদুকোন। হলিউড স্টার ভিন ডিজেলের সঙ্গে সেই ছবি টুইটারে আসার সঙ্গে সঙ্গেই হইচই পড়ে গিয়েছিল। এবার যে দীপিকা বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের কেরিয়ার তৈরির দিকে মন দিয়েছেন, সেই খবরেই সরগরম ছিল বলি মহল।
এবার সেই গুঞ্জনকে সত্যি বলেই শিলমোহর দিলেন দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ-এর পরিচালক। তিনিই টুইট করে জানিয়েছেন হলিউডের এই ছবিতে বিখ্যাত অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে দেখা যাবে দীপিকা পাদুকোনকে।
প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড জয়ের পর এবার সাগরপারে ক্যারিশমা দেখানোর পালা দীপিকা পাদুকোনের। তিনিও কি প্রিয়াঙ্কার মতোই সফল হবেন নাকি জনপ্রিয়তার নিরিখে তাঁকে পিছনে ফেলে দেবেন, তা তো সময়ের অপেক্ষা।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন