পুরনো প্রেম ফিরে পেয়েছেন মাইলি। তাই বোধহয় হাতছাড়া করতে চান না।
এ কারণেই পূর্ব নির্ধারিত কনসার্ট ফেলে মাইলি চলে গেলেন অস্ট্রেলিয়ায়।
অথচ লস অ্যাঞ্জেলেসে সমকামী অধিকার সংক্রান্ত একটি পারফরম্যান্সের কথা ছিল এ গায়িকার।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, কথা ছিল মাইলি সাইরাস লস অ্যাঞ্জেলেসে পারফর্ম করবেন।
কিন্তু করলেন না।
চলে গেলেন লিয়াম হেম্সওয়ার্থের কাছে।
পুরনো প্রেম ফিরে পেয়ে বোধহয় হাতছাড়া করতে চান না এ গায়িকা।
তাই কাজ ফেলে পাড়ি দিলেন অস্ট্রেলিয়ায়।
'ফ্রিহেল্ড' ছবিতে তাঁরই গাওয়া 'হ্যান্ডস অফ লাভ' গানটি গাওয়ার কথা ছিল মাইলির।
কোর্টনি লাভ, জুলিয়েট লুইস, ক্রিস্টিনা আগুইলেরা সবাই গাইলেন, শুধু বাদ রইলেন মাইলি!
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ