ভারতের জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো 'ঝলক দিখ লাজা'র গত বছরের এক পর্বে বিচার কাজ করতে শহীদ কাপুর ও মালাইকা অরোরা খানের মধ্যে মতপার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। এ নিয়ে এতদিন ধরে তাদের সম্পর্কে কিছুটা শীতলতাও চলছিল। তবে এ সম্পর্ক পুনরায় সুন্দর করার চেষ্টা হিসেবে মালাইকাকে 'বিশেষ' উপহার পাঠিয়েছেন 'হায়দার'খ্যাত শহীদ। বিশেষ উপহার বলতে আসলে শহীদ নিজের হাতের লেখা একটি নোট পাঠিয়েছেন এ অভিনেত্রীকে। এতে লেখা আছে, 'ঝলকে কাজ করতে গিয়ে আপনার সঙ্গে বোমার বিস্ফোরণ হওয়ার মতো কিছু একটা ঘটেছে। সব হাসি ও সেই সুন্দর সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। প্রচুর ভালোবাসা।'
এদিকে, শহীদের বিশেষ উপহারের জন্য তাকে ধন্যবাদও দিয়েছেন মালাইকা অরোরা খান। শহীদকে একজন চমৎকার সহ-বিচারক বলেও সম্বোধন করেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৬/শরীফ