বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিয়ে নিয়ে কম কানাঘুষা হয়নি। অবশেষে সত্যিটা জানা গেল। জিন গুডএনাফকেই বিয়ে করছেন প্রীতি। আগামী এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রীতি ও জিনের চার হাত এক হচ্ছে। একান্ত নিজস্ব পরিসরের মধ্যে বিয়ের অনুষ্ঠানটি হবে।
জিন একজন প্রথমসারির আর্থিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা। মার্শাল স্কুল অফ বিজনেসের স্নাতক জিন বর্তমানে আমেরিকার জলবিদ্যুৎ প্রকল্প কোম্পানি এনলাইন এনার্জির ভাইস প্রেসিডেন্ট অফ ফিনান্স।
প্রীতির ভাই মণীষ ও তাঁর পরিবার লস অ্যাঞ্জেলেসে থাকেন। বেশ কয়েক বছর আগে সেখানে গিয়ে জিনের সঙ্গে পরিচয় হয় প্রীতির।
প্রীতির ঘনিষ্ঠ এক সূত্র মারফত্ এপ্রিলে বিয়ের বিষয়টি জানা গেছে। গীর্জায় একান্ত ব্যক্তিগত ওই অনুষ্ঠানে দু'জনের পরিবারের লোকজন ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন।
এরপর বিবাহোত্তর সংবর্ধনাটা হবে মুম্বাইতেই। প্রায় তিন-চারদিন ধরে চলবে অনুষ্ঠান। এটা যে একটা মেগা ইভেন্ট হতে চলেছে, তা বলাই বাহুল্য। এতে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথমসারির ব্যক্তিত্বরা অনুষ্ঠানে যোগ দেবেন।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব