চলতি বছর জানুয়ারির ২১ তারিখে হেয়ারস্টাইলিস্ট অধুনা খানের সঙ্গে দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন অভিনেতা নির্মাতা ফারহান আক্তার। এ বিচ্ছেদের পেছনে 'ওয়াজির' মুভিতে ফারহানের সহ-অভিনেত্রী অদিতি রাও হায়দারি দায়ী তখন শোনা গিয়েছিল। তবে এখন একথা-ই সত্যি বলে ধীরে ধীরে প্রতীয়মান হচ্ছে।
অধুনার সঙ্গে বিচ্ছেদের পর ফারহান কার সঙ্গে প্রেম করছেন এ নিয়ে বলিউডজুড়েই বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জোরালো গুজব শোনা যাচ্ছিল যে, শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুরের সঙ্গে নাকি ডেট করছেন ফারহান। আবার অনেকের দাবি, শ্রদ্ধা নয়, বরং অদিতির সঙ্গেই গোপনে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেতা। স্থানীয় সেলিব্রেটি মিডিয়া ডেকান ক্রনিকল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে, অদিতিকে নিয়ে মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে ডিনারে গিয়েছিলেন ফারহান। সেখানে নাকি তারা দুজন বেশ সুন্দর সময় কাটিয়েছেন।
এদিকে, ফারহান ও অদিতি কেউই তাদের সম্পর্কের ব্যাপারে মুখ খুলছেন না। সময় হলে হয়তো প্রকাশ্যেই সবকিছু জানাবেন এমনটিই আশা সবার। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ