'দ্য একাডেমি অ্যাওয়ার্ডস' খ্যাত অস্কারের ৮৮তম আসরে 'বেস্ট সিনেমাটোগ্রাফি' ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন এমানুয়েল লুভেজকি। 'দ্য রেভেনান্ট' মুভির জন্য তিনি এ পুরস্কার জিতেছেন।
ক্যালিফোর্নিয়ার হলিউডের ডলবি থিয়েটারে ৮৮তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান হচ্ছে। এবারের আসরের লাল কার্পেটে পা পড়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। ফ্যাশন ডিজাইনার জুহাইর মুরাদের ডিজাইন করা একটি সাদা পোশাক পরে তিনি অস্কারে যোগ দিয়েছেন।
অস্কারের অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা চলছে। শেষ খবর পর্যন্ত সেরা পার্শ্বঅভিনেত্রীর ক্যাটাগরিতে অস্কার জিতেছেন এলিসিয়া ভিকান্দার। 'দ্য ডেনিশ গার্ল' মুভিতে অভিনয়ের সুবাদে তার ঝুলিতে এ পুরস্কার উঠে। এছাড়া বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে ক্যাটাগরিতে অস্কার পেয়েছে 'স্পটলাইট' মুভি। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ