এমরান হাশমি, উদিতি গোস্বামী ও দিনো মোরেয়া অভিনীত ২০০৬ সালের থ্রিলার মুভি 'আকসার'র সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে। 'আকসার ২' নামে এই মুভিটির প্রধান নারী চরিত্রের জন্য বেছে নেয়া হয়েছে জেরিন খানকে। সর্বশেষ 'হেট স্টোরি ৩' মুভিতে সাহসী অভিনয়ের সুবাদে এই অভিনেত্রী নিজের নামের পাশে 'সেক্সি' ট্যাগ পেয়েছেন। মুভিটিতে অভিনয়ের ব্যাপারে চুক্তিবদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেছেন জেরিন নিজে। প্রথম সংস্করণের মতো দ্বিতীয় সংস্করণও পরিচালনা করবেন আনন্দ মহাদেব।
'আকসার ২' প্রসঙ্গে জেরিন খান বলেন, 'মুভিটিতে আমার চরিত্রের জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছি। এর নতুন একটি গল্প রয়েছে যা প্রথম মুভির সঙ্গে সম্পর্কিত না। চলতি মাসের শেষের দিকে আমরা শুটিং শুরু করবো।' এতে তিনজন পুরুষের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে।
'হেট স্টোরি ৩'এ জেরিন খান যেভাবে অর্ধনগ্ন দৃশ্যে অভিনয় করেছেন তাতে যে কারো মনে হতে পারে 'আকসার ২'এ হয়তো আরো একটু বেশিই যাবেন। সংশ্লিষ্টরাও তেমনটাই আভাস দিচ্ছেন কারণ মুভির গল্প তেমনটাই চায় তার কাছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ