বলিউড অভিনেত্রী ও বান্ধবী বিপাশা বসুর সঙ্গে বিয়ের গুজব নিয়ে অবশেষে মুখ খুলেছেন 'হেট স্টোরি ৩' খ্যাত তারকা করণ সিং গ্রোভের। বলিউডজুড়ে কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে, বিপাশা ও করণের নাকি বাগদান সম্পন্ন হয়ে গেছে। এখন নাকি তারা কেবল জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় রয়েছেন। যদিও এসব গুজব ইতোমধ্যে জোর গলায় নাকচ করে দিয়েছেন দুজনই। তবে করণের একটি বক্তব্য ঘিরে এ ব্যাপারে বিভ্রান্তি আরো জোরালো হয়েছে। বলিউডলাইফডটকমকে করণ এক সাক্ষাৎকারে বলেন, 'সময় হলেই অামাদের মধ্যকার সম্পর্ক নিয়ে সবাইকে জানাবো আমি। এজন্য আমার প্রস্তুতি ও সময় লাগবে।'
এদিকে, শোনা যাচ্ছে যে, বিপাশা ও করণ দুজনই নাকি বিয়ের ব্যাপারে রাজি। তবে তাদের পরিবার এ বিয়েতে সম্মতি দিচ্ছে না। দেখা যাক, শেষ পর্যন্ত এ দুজনের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ