বিকিনি পরে হোলির হট ফটোশ্যুট ছাড়লেন বিতর্কিত মডেল আরশি খান। জানা গেছে, টি২০ ওয়ার্ল্ড কাপে ভারতের জয়ে খুশি হয়েই এমন উত্তেজক ফটোশ্যুট করেছেন আরশি।
লাল রঙের বিকিনিতে তাকে লাগছেও বেশ উত্তেজক। তার উপর শরীরের উন্মুক্ত অংশে লাল-গোলাপী আবির ছড়িয়ে শরীরী শোভা বাড়িয়েছে আরও৷
পাকিস্তান ক্রিকেট টিমের অধিনায়ক শহীদ আফ্রিদিকে নিয়ে তার বিতর্কের শেষ নেই। কিছুদিন আগেই আফ্রিদির সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জানান এই মডেল। এমনকি এই কিছুদিন আগে জানিয়েছেন তিনি নাকি আফ্রিদির বাচ্চার মা’ও হতে চলেছেন।
বিডি-প্রতিদিন/ ২৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন