বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও অভিনেতা করণ সিং গ্রোভারের প্রেম তাহলে শেষ পর্যন্ত চূড়ান্ত পরিণতি পাচ্ছে! গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে তারা নাকি বাগদান সম্পন্ন করে ফেলেছেন। এখন শুধু চূড়ান্ত কাজ অর্থাৎ বিয়ে করার কথা ভাবছেন এ দুজন। তবে কথিত বাগদানের ব্যাপারে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
এদিকে, খবরা দাবি করা হচ্ছিল যে বিপাশা ও করণ উভয়েই বিয়ের ব্যাপারে রাজি থাকলেও এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন করণের মা। তিনি নাকি এ বিয়েতে আপত্তি জানিয়েছেন।
তবে সম্প্রতি স্পটবয়িডটকম নামে এক সেলিব্রেটি ওয়েবসাইট তাদের এক প্রতিবেদনে জানায় যে, করণের মা নাকি বিয়ের ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। এর প্রেক্ষিতে বিপাশাও নাকি করণের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে যাচ্ছেন। তারপর-ই তারা দিনক্ষণ ঠিক করে সাতপাঁকে বাধা পড়বেন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২৬ মার্চ ২০১৬/শরীফ