এবারই প্রথম ডিজে রাহাতের সঙ্গে কাজ করলেন নবীন কণ্ঠশিল্পী নাহার লাবনী। 'জানিয়ে দিলাম তোমায়' শিরোনামে ডিজে রাহাতের ফিচারিংয়ে এই গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর করেছেন মীর মাসুম।
এ প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, "নাহার লাবনী এ সময়ের সম্ভাবনাময়ী একজন শিল্পী। এ সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখেই তার জন্য গানটি বানিয়েছি। রিদমের সঙ্গে মেলোডির সমন্বয় করে গানটি করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।"
নাহার লাবনী বলেন, "ডিজে রাহত, মীর মাসুম ও জীবন ভাইয়ের করা কয়েকটি গান শুনেছি। সবগুলোই ভালো লেগেছে। সেই ভাবনা থেকেই তাদের সঙ্গে কাজটি করা। গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।"
লাবনী আরও জানান, "কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। কাজ শেষ হলে এটি সিঙ্গেল আকারে প্রকাশ করা হবে।"
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা