নানা গুজব এবং আলাপ-আলোচনার মাঝে অবশেষে দীর্ঘ ১৮ বছরের জীবনের ইতি টানছেন বলিউডের সেলিব্রেটি দম্পতি আরবাজ ও মালাইকা অরোরা খান। স্থানীয় একটি নেতৃস্থানীয় দৈনিককে পাঠানো এক যৌথ বিবৃতিতে নিজেদের বিচ্ছেদের কথা নিশ্চিত করেছেন তারা। বিবৃতিতে তারা লিখেন, 'হ্যাঁ, এটি সত্যি যে আমরা এখন আলাদা।' তবে বিয়ের আনুষ্ঠানিক ইতি অর্থাৎ ডিভোর্সের অানুষ্ঠানিকতা সম্পন্ন হতে একটু সময় লাগবে।
বিচ্ছেদের পেছনে তাদের জীবনে তৃতীয় কোনো ব্যক্তির সংশ্লিষ্টরা বা পারিবারিক কারণ রয়েছে এ সংক্রান্ত গুজবও বিবৃতিতে নাকচ করে দিয়েছেন আরবাজ ও মালাইকা। ব্যক্তিগত জীবনে মানুষ অযাচিত হস্তক্ষেপ করা থেকে বিরত থাকলে তারা খুশি হবেন এবং 'কথিত সূত্র' কী বলে এ ব্যাপারে বিশ্বাস না করতেও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তারা। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/শরীফ