ঈশিকা আর ঈশিকা নেই, হয়ে গেলেন মিসেস খান। গতকাল সোমবার পারিবারিকভাবে অনুষ্ঠিত হয় মেহেদী ও আকদের অনুষ্ঠান। লন্ডন প্রবাসী কায়সার খানের গলায় বরমালা পরিয়েছেন লাস্যময়ী এই মডেল ও অভিনেত্রী। আগামীকাল বুধবার মিরপুর পুলিশ গার্ডেনে অনুষ্ঠিত হবে গায়ে হলুদ। আর ৩ এপ্রিল গলফ গার্ডেনে বিবাহোত্তর সংবর্ধনা।
এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে ঈশিকা বলেন, "গতকাল ঘটে গেল জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। অর্থাৎ আমি এখন মিসেস খান। কায়সারের খানের সঙ্গে আকদ সম্পন্ন হয়েছে। দাম্পত্য জীবনের জন্য সবার দোয়া চাই।"
উল্লেখ্য, মারুফ আহমেদের পরিচালনায় 'যদি তুমি জানতে'সহ আরও বেশ কয়েকটি নাটকে ব্যস্ত সময় পার করছেন তিনি। একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন চিত্রে কাজ করে শুরুতেই চমকে দিয়েছিলেন দর্শকদের। কাজ করেছেন একটার পর একটা আলোচিত নাটকে। ছোটপর্দায় তার ক্যারিয়ারটা ছোট হলেও সাফল্যের পাল্লাটা বেশ ভারী।
বিডি-প্রতিদিন/ ২৯ মার্চ, ২০১৬/ রশিদা