অর্জুন কাপুর অভিনীত পরবর্তী সিনেমা কি অ্যান্ড কা। সিনেমায় কারিনা কাপুরের সঙ্গে দেখা যাবে তাকে। সম্প্রতি এই সিনেমার প্রচারণায় ভারতের জনপ্রিয় রেডিও স্টেশন 'রেডিও মির্চি'তে হাজির হয়েছিলেন এ অভিনেতা। সেখানে আরজে'র প্রশ্ন পছন্দ না হওয়ায় তাকে থাপ্পড় মেরে বসেন অর্জুন।
ইউটিউবে চড় মারার এ দৃশ্যের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, অনুষ্ঠানের শুরুতে আরজে অর্জুনকে প্রশ্ন করেন, সিনেমার সব চরিত্র কী ফুরিয়ে গেছে যে, আপনি মেয়েলি চরিত্রে অভিনয় করেছেন? কিন্তু প্রশ্নটি পছন্দ না হওয়ায় আরজেকে চড় মেরে বসেন এ অভিনেতা। শুধু তাই নয়, দৃশ্যটির শুট না করার জন্য ক্যামেরা বন্ধ করতে বলেন তিনি। এমনকি একটি ক্যামেরাও মাটিতে ছুঁড়ে ফেলেন অর্জুন।
ভাবছেন এটি নিছক তাদের সিনেমার প্রচারণা ছাড়া আর কিছুই নয়। ঠিক তাই। জানা গেছে, সিনেমাটির প্রচারণার জন্যই এ ভিডিওটি তৈরি করা হয়েছে। আগামী ১ এপ্রিল মুক্তি পাচ্ছে কি অ্যান্ড কা। তাই 'এপ্রিল ফুল' উপলক্ষে আগে ভাগেই দর্শকদের বোকা বানানোর জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
চড় মারার ভিডিও:
বিডি-প্রতিদিন/২৯ মার্চ ২০১৬/ এস আহমেদ