বলিউড অভিনেতা সালমান খান প্রথমবারের মতো মামা হয়েছেন। আজ সালমানের বোন অর্পিতা ও তার স্বামী আয়ুশ শর্মার ঘর আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হয়। খান পরিবারের বেশ ঘনিষ্ঠ অভিনেতা পুলকিত সম্রাট এক টুইট বার্তায় একথা জানিয়েছেন।
নতুন অতিথি আসার খবরে আনন্দের বন্যায় ভাসছে পুরো খান পরিবার। অর্পিতা ও আয়ুশ তাদের প্রথম সন্তানের নামও রেখে ফেলেছেন। আদরের ধনকে তারা 'আহিল' নামেই ডাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
সালমান বর্তমানে 'সুলতান' মুভির শুটিংয়ে ন ব্যস্ত থাকলেও মামা হওয়ার আনন্দে বেশ উচ্ছ্বসিত বলে একটি সূত্র জানায়। ভাগ্নের মুখ দেখার জন্য তার অার তর সইছে না। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/৩০ মার্চ ২০১৬/শরীফ