দীর্ঘ সময় ধরে বলিউড শাসন করছেন তিন খান- আমির, সালমান ও শাহরুখ। এ বছর 'দাঙ্গাল' ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ। এ বছরের বহুল প্রতিক্ষীত বলিউড ছবিগুলোর একটি এই 'দাঙ্গাল'।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির, শাহরুখ ও সালমানের মধ্য থেকে এক জনকে বেছে নিতে বলা হয় ফাতিমাকে। 'দাঙ্গাল' এর মতো বড় মাপের ছবিতে এই প্রথম অভিনয়ের সুযোগ পেয়েছেন ফাতিমা। তাও আবার আমিরের সঙ্গে। সবাই ভেবেছিল, ফাতিমা আমিরের নামই বলবেন। কিন্তু সবাইকে অবাক করে ফাতিমা বলেন, আমি শাহরুখের ভক্ত। আমি তাকে অনেক পছন্দ করি এবং আমার ঘরে ওর ছবিও আছে। আমি তাকে ভালোবাসি।
কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনী অবলম্বনে নিতেশ তিওয়ারির পরিচালনায় 'দাঙ্গাল' ছবিটি মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর। ছবিতে মহাবীর ফোগাটের বড় মেয়ে গীতা কুমারীর চরিত্রে অভিনয় করছেন ফাতিমা। এতে আরও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা