হৃত্বিক রোশনকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাওয়াত। নতুন কোনও অভিযোগ আনেননি তিনি, শুধু জানালেন, ‘ভালবাসার বদলে শুধু অসম্মানই পেয়েছি।’ শুধু তাই নয়, হৃত্বিকের জন্য কী পরিমাণ মানসিক যন্ত্রণা সইতে হয়েছে, সেকথাও সকলকেই জানালেন তিনি।
দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানেই মনের কথা খুলে বলেছেন তিনি। কঙ্গনা বলেন, ‘চিরকাল সত্যিকারের ভালবাসা খুঁজে বেড়িয়েছি। কিন্তু নিঃস্বার্থ ভালবাসার বদলে শুধু অপমানিত হয়েছি। পাহাড় একটি গ্রামে থাকতাম। সাহসী অথচ সরল প্রকৃতির ছিলাম। জেদও ছিল প্রচুর। ওই ছোট্ট বয়সেই ছবি দেখে একটা মানুষের প্রেমে পড়ে যাই। শুধু তাঁর জন্যই পাহাড়, সমুদ্র, মরুভূমি পার করেছিলাম। স্বপ্নকে ছুঁতেও পেরেছিলাম।’
এরপর তিনি আরও বলেন, ‘তারাভর্তি আকাশের নীচে ভালবাসার মানুষটি আদরে ভরিয়ে দিয়েছিল। বলেছিল, সেও আমাকে ভালবাসে। আমি নাকি আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নই। একটা অন্যরকম তেজ আছে। কিন্তু কঠোর বাস্তবের সামনে স্বপ্ন টেকেনি। আমার সেই তেজের সামনেই ভয়ে মুখ লুকিয়েছিল মানুষটি। এতটা নির্মম ব্যবহার সহ্য করতে পারিনি। সকলের সামনে নিজেকে শক্ত দেখালেও, ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম। আমার লেখা কিছু একান্ত ব্যক্তিগত চিঠি প্রকাশ্যে আনা হয়। সকলের সামনে নিজেকে নগ্ন মনে হয়েছিল। কত রাত ঘরের দরজা বন্ধ করে শুধু কেঁদেছি। আমাকে নিয়ে লোকে ঠাট্টা করত। কোনওদিন ঘুরিয়ে জবাব দিইনি। বরং নিজেকে সামলে নিয়েছি। এখন আর কোনও আফসোস নেই।’
আইনি ঝামেলা চলাকালীন হৃত্বিককে নিয়ে আগেও মন্তব্য করেছেন কঙ্গনা। কিন্তু কখনও এত আবেগ প্রবণ হতে দেখা যায়নি তাঁকে। তবে হৃত্বিক তার মন্তব্য কতটা ভালভাবে নেবেন, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৪