জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গত ১৩ ডিসেম্বর মগবাজারে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার রাতে তাকে স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর আধা ঘণ্টা পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
কবির বকুলের স্ত্রী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী জানিয়েছেন, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছেন তিনি। তার রক্তক্ষরণজনিত সমস্যাও আছে বলে জানা গেছে। এ দম্পতির সংসারে দুই কন্যা (প্রেরণা ও প্রতীক্ষা) ও এক পুত্রসন্তান (প্রচ্ছদ)। তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব