অভিষেক চৌবের ‘উড়তা পাঞ্জাব’ ছবিটার কথা অবশ্যই এত তাড়াতাড়ি ভুলে যাননি দর্শক! আর যারা ছবিটা দেখেননি, তাদের জানিয়ে রাখা ভাল যে, এই ছবিতে গণধর্ষণের একটি দৃশ্যে অভিনয় করতে হয়েছিল হালের বলিউড ডিভা আলিয়া ভাটকে। সেই দৃশ্য যারা দেখেছেন ছবির পর্দায়, শিউরে উঠেছে তাদের সারা শরীর।
সম্প্রতি আলিয়া ভাট নিজেই জানালেন, শুটিং হলেও গণধর্ষণের সেই দৃশ্যে অভিনয় করা ছিল তার পক্ষে খুবই ভয়ানক ব্যাপার ছিল। আলিয়া বলেন, “আমি স্পটে গেলাম, শ্যুটিং শুরু হল, আমি কাজ করলাম, পরিচালক কাট বললেন, ঠিকঠাক ভাবেই মিটে গেল ব্যাপারটা! কিন্তু ভিতরে ভিতরে আমার অনবরত এক অস্বস্তি কাজ করে চলেছিল। জানি ব্যাপারটা শুটিং, তাই চুপ করে ছিলাম! কিন্তু কিছুতেই সহজ হতে পারছিলাম না! আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল”।
আলিয়া আরও বলেন, “ধর্ষণের সেই দৃশ্যটা শ্যূট করার পরে তিনি অনেকদিন সহজ জীবনযাপন করতে পারেননি। কী যেন একটা হয়েছিল আমার। আমি সব সময়েই আতঙ্কগ্রস্ত হয়ে থাকতাম। চুপ করে থাকতাম, কারও সঙ্গে বড় একটা কথা বলতাম না”।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৪