ভারতের জনপ্রিয় সম্মাননা অনুষ্ঠান স্টারডাস্ট অ্যাওয়ার্ডের আসরে দেখা হয়ে গেল জনপ্রিয় ছবি 'দেবদাস' এর জুটি শাহরুখ ও ঐশ্বরিয়ার। এবছর সেরা পারফর্মার হিসেবে পুরস্কার পেয়েছেন শাহরুখ। তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন ঐশ্বরিয়া।
'সরবজিৎ' ছবির জন্য ঐশ্বরিয়াও পুরস্কার পেয়েছেন। তিনি পুরস্কান নেন শ্বশুর অমিতাভ বচ্চনের হাত থেকে। বিভিন্ন ক্যাটাগরিতে আরও যারা পুরস্কার পেয়েছেন : অজয় দেবন (পরিচালনা-শিবা), সেরা অভিষেক দিশা পাতানি (এম এস ধোনি), সেরা পার্শ্ব অভিনেতা ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সন্স)।
স্টারডাস্ট অ্যাওয়ার্ডের এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রেখা। গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। জীবন্ত কিংবদন্তী হিসেবে সম্মাননা পেয়েছেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী আশা ভোঁশলে।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা