আগামী ২৭ ডিসেম্বর নিজের ৫১-তম জন্মদিনে ভক্তদের ‘বড় চমক’ দেবেন বলে জানালেন সালমান খান। প্রিয় তারকার জন্মদিনটা সেলিব্রেট করবেন ধুমধাম করে, অনুরাগীদের এমন ইচ্ছায় নতুন মাত্রা যোগ করলেন সালমান নিজেই।
এ নিয়ে সালমান খান তার ট্যুইটারে লিখেছেন, 'গেট রেডি। আ রহা হ্যায় বড়া সারপ্রাইজ! কামিং সুন বার্থডে সারপ্রাইজ।'
বর্তমানে কবীর খানের টিউবলাইট-এর শ্যুটিংয়ে ব্যস্ত সালমান। ছবির সেট, তার বাইরের কিছু ছবিও সম্প্রতি শেয়ার করেছেন তিনি। ছবিতে আছেন তাঁর ভাই সোহেইল খান, চীনা অভিনেত্রী ঝু ঝু।
বজরঙ্গি ভাইজান, এক থা টাইগার-সালমানের আগের দুটি হিট ছবির পরিচালক কবীর। তিন নম্বর ছবি কতটা হিট হবে, তা নিয়ে জল্পনার মধ্যেই ভক্তদের চমকের মুখোমুখি হওয়ার কথা আগাম জানিয়ে রাখলেন সালমান।
বিডি প্রতিদিন/২২ ডিসেম্বর ২০১৬/হিমেল