বিশ্বের প্রভাবশালী তরুণ সেলিব্রেটিদের একজন জাস্টিন বিবার। কানাডার এ পপ সঙ্গীত তারকার অর্থ-বিত্তের পরিমাণও খুব একটা কম নয়। চাইলেই বিশ্বের যে কোনো দেশ থেকে ঘুরে আসতে পারেন। কিন্তু যেতে পারবেন না আর্জেন্টিনায়। দক্ষিণ আমেরিকার দেশটিতে পৌঁছানো মাত্রই গ্রেফতার হতে পারেন এ আলোচিত গায়ক।
২০১৩ সালে আর্জেন্টিনার এক ক্যামেরাম্যানকে দেহরক্ষীদের দিয়ে মারধর করেন বিবার। শুধু তাতেই ক্ষান্ত থাকেননি। ওই ক্যামেরাম্যানের মানিব্যাগও চুরি করেন তিনি। ওই ঘটনায় সম্প্রতি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এক আইনজীবী বিবারকে দোষী সাব্যস্ত করে রায় দেন। আর্জেন্টিনা পৌঁছানো মাত্রই বিবারকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, অল্প কয়েকদিনের মধ্যেই দক্ষিণ আমেরিকার দেশগুলোতে সফর করার প্রস্তুতি নিচ্ছেন বিবার। কারণ, এসব দেশে বিবারের বেশ জনপ্রিয়তা রয়েছে। কিন্তু বুয়েন্স আয়ার্সের আদালতের সাম্প্রতিক এ রায় আর্জেন্টিনায় যাওয়ার ক্ষেত্রে বিবারের সামনে বড় ধরণের বাধা তৈরি হয়েছে। এবার ওই রায়ের বিপক্ষে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন বিবারের আইনজীবী। সূত্র : টিএমজেড
বিডি প্রতিদিন/২২ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা